Site icon suprovatsatkhira.com

স্থাপনা অপসারণের আদেশ পেয়েও চার বছর পার!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : প্রশাসনের নোটিস পাওয়ার সাতদিনের মধ্যে অপসারণের আদেশ থাকলেও আব্দুল কাদের ও ইব্রাহিম গাজী গত চার বছরও আমলে নেননি সহকারী কমিশনার (ভূমি)’র কথা। সরকারী জমি থেকে বসতবাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে আব্দুল কাদের ও ইব্রাহিম গাজীকে ২০১৬ সালের পহেলা অক্টোবর নোটিস করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। স্থাপনা তো অপসারণ করেননি, বরং সেটিকে আরও মজবুত করে দখলে নিয়েছেন আব্দুল কাদের গং। মণিরামপুর পৌরসভাধীন গাংড়া গ্রামে নুর আলী বিশ্বাসের ছেলে আব্দুল কাদের এবং বারিক গাজীর ছেলে ইব্রাহিম গাজী। ৯৩নং গাংড়া মৌজার সরকারি খতিয়ানে ২৬৪ দাগে জমি দখল করে বসতবাড়িসহ ভোগ দখল করে চলেছেন। করে নিয়েছেন তার উপর পাকা বসতবাড়ি। সরকারি ওই জমি থেকে কাদের গংদের ২০১৬ সালে নোটিস করেন তৎকালীন কমিশনার (ভূমি) কামরুজ্জামান। কিন্তু কই? বরং ওই খতিয়ানে সাত একর জমির সবটুকু দখল করে ভোগজাত করছেন। বিষয়টি এলাকাবাসীর মাঝে প্রতিক্রিয়াও রয়েছে। সচেতন এলাকাবাসী বিষয়টি কাদের গংদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে হস্তক্ষেপ কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version