Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ্মাষিক সভা

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে গণতান্ত্রিক সুশাসনে জন-সম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পে এসডিজি অর্জনে জেলা নেটওয়ার্কের ষাণ¥াষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে পরোক্ষ অংশীদার প্রতিষ্ঠান সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যামের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি অসীম কুমার জোয়ারদারের সভাপতিত্বে ও সুশীলন রিকল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস,এম. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শাফিক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো কামাল হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন কলেজের উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি দেবী রঞ্জন মন্ডল ও মাস্টার নজরুল ইসলাম, আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ মন্ডল, এসডিজি জেলা নেটওয়ার্কের সহ-সভাপতি সেহেলি পারভীন (ঝর্ণা), সম্পাদক মো. আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পিযুশ বাউলিয়া পিন্টু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মিটিং এ অর্জিত কাজের ফলাফল উপস্থাপন, নেটওয়ার্ক কার্যক্রম বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ক্রস লার্নিং ভিজিট, সরকারী সুযোগ সুবিধায় অংশগ্রহণ, উন্মুক্ত আলোচনার মাধ্যমে পরবর্তী কাজ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র আলোচনা সভাটি সহযোগিতায় ছিলেন সুশীলন প্রতিনিধি মীর হাছিবউল্ল্যাহ, দিবাকর ঘোষ, শহিদুল ইসলাম ও কমিউনিটি ভলেনটিয়ার মোমেনা খাতুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version