কলারোয়া (পৌর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার বাদী মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মোসলেম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির উদ্দীন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে কলারোয়া পৌরসভার তুলসীডাংগা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় মহামান্য হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির উদ্দীন মামলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং মামলায় অভিযুক্ত আসামিদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার আশা ব্যক্ত করেন। এ সময় তার সফর সঙ্গীসহ কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০২ সালের ২৬ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে কলারোয়া উপজেলা মোড়ে বিএনপি অফিসের সামনে হামলা চালানো হয়। এ ঘটনায় তৎকালীন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার বাদীর সাথে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/