Site icon suprovatsatkhira.com

বড়দলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আশাশুনি (বড়দল) প্রতিনিধি : আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে মাক্স পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা আদায় হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাক্স পরিধান না করায় গোয়ালডাঙ্গা বাজারের কুন্ডু স্টোরের প্রোপ্রাইটর শ্যামাপ্রসাদ কুন্ডুকে ১ হাজার টাকা ও গাজী শপিং সেন্টারের প্রোপ্রাইটার আবু তালেবকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version