নিজস্ব প্রতিনিধি : জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ই ডিসেম্বার সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষে মুক্তি যোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। অতিথিবৃন্দ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।