Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীর গাড়িবহর হামলা মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি

ডেস্ক রিপোর্ট : কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম আদালতে জবানবন্দি প্রদান করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে তার জবানবন্দি ও আসামি পক্ষের আইনজীবীদের জেরার বক্তব্য রেকর্ড করা হয়। এপর্যন্ত এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। এদিকে, এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে। এ মামলায় আসামিদের পরীক্ষা (৩৪২) এবং যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৯ ডিসেম্বর। এ সময় আদালতে রাষ্ট্র পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। অপরদিকে, আসামি পক্ষে ছিলেন অ্যাড. আব্দুল মজিদ, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজামসহ কয়েকজন। উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী কলারোয়ায় ধর্ষিতা মুক্তিযোদ্ধা পতœীকে দেখতে আসেন। এদিন তিনি কলারোয়া হয়ে মাগুরা ফিরে যাবার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুনরুজ্জীবিত মামলার বিচার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ২০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার আদালতে মামলার আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version