জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : মৃত্যুর ১১দিন পর মালয়েশিয়া প্রবাসী যুবকের লাশ দেশে আনা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু বরনকারী যুবকের নাম আলমগীর হোসেন বাবু (৩২)। সে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মোহাম্মদ আজিবার রহমান ওরফে আমিন আজিবরের ছেলে। আলমগীর হোসেন বাবু দীর্ঘ ৭ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে আসছিলো। গত ০২ ডিসেম্বর বুধবার মালয়েশিয়া বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মালবাহি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থালেই নিহত হয়। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তার লাশ ক্ষেত্রপাড়ায় গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদরক দৃশ্যের অবতারনা হয়। নিহতের আত্মীয় স্বজনসহ পরিচিত জনের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এসময় তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভীড় করে। পরে ক্ষেত্রপাড়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জানাজায় কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করেন, কলারোয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নগর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। প্রসঙ্গত; নিহত বাবু ১ নং জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
দুর্ঘটনায় যুবলীগ নেতার মালয়েশিয়ায় মৃত্যু: এগার দিন পর মরদেহ দেশে এনে দাফন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/