Site icon suprovatsatkhira.com

তালায় কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধি : তালা উপজেলায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম। তালা উপজেলা পানি কমিটির পরিচালনায় সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ শাম্স স্বাক্ষর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পী, যুব পানি কমিটি নেতা জাহিদ আমিন শাশ্বত, তালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূর্য্যকান্ত পাল, সাবেক ইউপি সদস্য শেখ কামরুল ইসলাম লাল্টু, যুবলীগ নেতা আতাউর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সাথে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত। নদীতে দ্রæত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয়ে আবারও নদীর অকাল মৃত হবে এবং ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করতে হবে এলাকার মানুষের। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রæত সময়ের মধ্যে পলির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণ এবং আগামীতে নদী রক্ষায় জনস্বার্থে প্রতি বৎসর ডিসেম্বর মাসের মধ্যে ক্রসড্যাম নির্মাণের দাবি জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version