Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় মানছে না কেউ স্বাস্থ্যবিধি

স্টাফ রিপোর্টার : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন তৎপর থাকলেও সদর উপজেলার ঝাউডাঙ্গায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়াই সর্বত্র ঘোরাফেরা, কাজ-কর্ম ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা হচ্ছে। শনিবার (০৫ ডিসেম্বর) বৃহত্তর ঝাউডাঙ্গা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে করোনা সচেতনতার বিষয়ে সাধারণ মানুষের এ অসচেতনতাকে মারাত্মক ঝুঁকি হিসেবে দেখছেন ঝাউডাঙ্গার সচেতন মহল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে জনস্বার্থে জরিমানা আদায় করলেও সাধারণ মানুষের মধ্যে তেমন একটা সচেতনতার ছাপ দেখা মিলছে না। করোনা কালের এ অসাবধান পরিস্থিতিতে অনেকটা হতাশ হয়ে পড়ছেন স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা। করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রাখার পাশাপাশি জোরদার করার প্রতি গুরুত্বারোপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version