Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় ড্রেনের ময়লা পানির নীচে ২০ পরিবারের চলাচলের পথ

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পানি অপসারণের ড্রেন বন্ধ হয়ে ময়লা পানির নীচে তলিয়ে গেছে ২০টি পরিবারের চলাচলের পথসহ বাজারে পাইকারী আড়তের রাস্তা। ময়লা দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে তলিয়ে থাকা রাস্তায় নজর নেই কারো। সাথে সাথে বাড়ছে মশার উপদ্রব। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) স্থানীয়রা জানায়, ‘মাসের পর মাস রাস্তার এই বেহাল অবস্থা। ময়লা আবর্জনায় ভর্তি হয়ে ড্রেনের পানি চলাচল করতে পারছে না। তার উপর পথিমধ্যে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে ইট রেখেছে। যার ফলে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে’। তারা আরও জানায়, ‘পাশে থাকা কয়েকটি হোটেল পাকঘরের ময়লা আবর্জনা যুক্ত পানি ড্রেনে ফেলায় সেখানে দুর্গন্ধ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারের পেঁয়াজ-রসুন-আলু পাইকারি আড়তদাররাসহ ও ২০টি পরিবারের চলাচলের একমাত্র পথ এটি। মাসের পর মাস ড্রেন লাইন বন্ধ হয়ে ময়লা পানিতে তলিয়ে থাকলেও কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না’। স্থানীয়রা আরও জানায়, ’ময়লা পানিতে তলিয়ে থাকা রাস্তা দিয়ে চলাচল করাতো যাচ্ছেই না বরং দুর্গন্ধে আর মশার উপদ্রবে বাড়িতে থাকাও কষ্টকর হয়েছে’। এ বিষয়ে ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস জানান, ‘কতিপয় ব্যক্তি চলাচলের রাস্তায় দীর্ঘদিন যাবৎ ইট সারিবদ্ধ করে রাখার কারণে এ সমস্যাটা সৃষ্টি হয়েছে’। তবে ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version