Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ছয়টি সড়কের উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি

নিজস্ব প্রতিনিধি : এলজিইডি’র বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত ৬টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে তিনি প্রথমে উপজেলা সদরের ফুলতলা মোড় গোল চত্বর প্রাঙ্গণে গ্রামীণ সড়ক অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ১ কোটি ৯৮ লক্ষ ৬৯ হাজার টাকায় নির্মিত সড়কের নামফলক উন্মোচন করেন। পরবর্তীতে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৯০ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ইসলামী ব্যাংক আরএইচডি-মোসলেমের হাট ভায়া বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসা সড়ক এর উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এছাড়াও প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পানিয়া জিপিএস-এম. গোবিন্দপুর ইমান চৌকিদার হাউজ ভায়া মীরপাড়া মসজিদ সড়ক উন্নয়ন কাজ, প্রায় ৫০ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে পিরোজপুর আরএইচডি-উকশা বিওপি ক্যাম্প সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৮৪ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে শ্রীকলা মহিলা মাদ্রাসা গেট-শ্রীকলা হাইস্কুল সড়ক উন্নয়ন এবং বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ৬০ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ শ্রীপুর ইউপি বাজার-গোবিন্দকাটি ভায়া উত্তর শ্রীপুর সড়ক উন্নয়ন কাজ এর উদ্বোধন করেন তিনি। এ সময় এসএম জগলুল হায়দার গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উদ্বোধন অনুষ্ঠানসমূহে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যথাক্রমে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফছার আলী সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মাও. মহিদুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version