Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে গণতন্ত্রের বিজয় উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের বিজয় উপলক্ষে কালিগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে উপজেলার সদর ফুলতলা মোড় হতে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, প্রয়াত শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্ল্যাহ, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, চাম্পাফুল সভাপতি মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা সভাপতি দুলাল চন্দ্র, নলতা সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, মথুরেশপুর সভাপতি মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রনেতা মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারেভজ ক্যাপ্টেন, ছাত্রনেতা ওসমান খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। এই নির্বাচনের মধ্যে দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি- সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version