Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সকল ইউনিয়ন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে গ্রাম ডাক্তারদের ঐতিহ্যবাহী সংগঠন আর,এম,পি, ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপজেলার ১২ টি ইউনিয়ন কমিটি গঠন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল মোমিন, সহ-সভাপতি গ্রাম ডাক্তার আবুল কাশেম, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার তাপস মন্ডল এর নেতৃত্বে সকল ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন হয়। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কমিটির সভপতি নির্বাচিত হয়েছেন গ্রাম ডাক্তার সঞ্জিব কান্তি অধিকারী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি জামাত আলী ও সাধারণ সম্পাদক কমলেশ বৈদ্য, চাম্পাফুল ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হরিদাশ সরকার, কুশুলিয়া ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মাছুম বিল্যাহ, নলতা ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তারালী ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ^জিৎ সরকার, ভাড়াশিমলা ইউনিয়নের সভাপতি আহম্মাদ আলী ও সাধারণ সম্পাদক নাসিম হোসেন, মথুরেশপুর ইউনিয়নের সভাপতি শামছুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি তাপস মন্ডল ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রতনপুর ইউনিয়নের সভাপতি মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষ এবং মৌতলা ইউনিয়নের সভাপতি আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এর আগে গত ৩ নভেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আর,এম,পি, ওয়েলফেয়ার সোসাইটির জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে গ্রাম ডাক্তার আব্দুল মোমিনকে সভাপতি এবং গ্রাম ডাক্তার মিলন কুমার ঘোষকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কালিগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version