Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় পরিবহণ থেকে ফেন্সিডিল উদ্ধার: চারজন কারাগারে

কলারোয়া (পৌর) প্রতিনিধি : সাতক্ষীরা থেকে ঢাকাগামী ঈগল পরিবহণ থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহণে সাথে জড়িত থাকার অপরাধে পরিবহণ চালক ও সুপারভাইজারসহ ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা এলাকার মো. আমির আলী, বেনাপোল পোর্ট থানা এলাকার মো. আক্তারুজ্জামান, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল মাজেদ ও শাহিনুর রহমান। রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ঈগল পরিবহণের একটি গাড়ি কলারোয়া উপজেলা মোড়ে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে পরিবহণের ব্যাটারি বক্সের ভেতর থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পরিবহণ চালক সহ চারজনকে আটক করা হয়’। তিনি আরও জানান, ‘আটককৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পরিবহণটি জব্দ করে আদালতে জব্দ তালিকা পাঠানো হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version