Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার : কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন তিন ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের খুলনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় ও কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করায় হেলাতলা ইউনিয়নের প্রধান সড়কের পাশে আনোয়ার আলী পলাশের আলী ব্রিকস, হেলাতলা বাজার সংলগ্ন মো. রবিউল ইসলামের এসআর ব্রিকস ফিল্ড অ্যান্ড ম্যানুফ্যাক্সারিং, কাজির হাট প্রধান সড়কের পাশে চেয়ারম্যান মোয়াজ্জাম হোসেনের এইচ এম ব্রিকস ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ইট প্রন্তুত ভাটা নিয়ন্ত্রণ আইনের অধীনে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কলারোয়া থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের খুলনা নির্বাহী অফিসার মাসফিকা ফেরদৌস জানান, ‘পর্যায়ক্রমে অনুমোদনহীন ইট ভাটা মালিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ ইট ভাটা উচ্ছেদে তিনি জেলা প্রশাসক সহ অন্যান্য দপ্তরের সহযোগিতা কামনা করেন’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version