Site icon suprovatsatkhira.com

করোনা উপসর্গে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসরে উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে মেডিকেল কলজে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছে অন্তত ১শ’ ৩৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৩১ জন। করোনা উপসর্গে নিহত ওই নারী শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের শামছুর রহমানের স্ত্রী ফরিদা খাতুন (৫৫)। মেডিকেল কলজে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ‘জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ডায়রিয়াসহ করোনার উপসর্গ নিয়ে ওই নারী গত ২০ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৪ টার দিকে মারা যায়। তিনি আরো জানান, নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version