ডিসেম্বর ৩১, ২০২০
উপকূলীয় এলাকায় ব্রতীর ভাসমান ফ্রি মেডিকেল ক্যাম্প
গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীতে ভাসমান ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১শে ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ৬৯ জন বিভিন্ন বয়সের জটিল ও কঠিন রোগী দেখা ও ঔষধ দেওয়া হয়েছে। এদের মধ্যে নারী ৪১ জন, পুরুষ ১৮ জন ও শিশু ১০ জন। মেডিকেল ক্যাম্পে ডা. শেখ আরাফাত হোসেন (এম,বি,বি,এস), ২ জন মিডওয়াইফারী নার্স সহ ব্রতীর স্টাফগণ উপস্থিত ছিলেন। ‘নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি’ (নাবিক) এর সহযোগিতায় এবং নারী শিশু, সুপেয় পানি, সর্বপরি পরিবেশ ও মানবাধিকার নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বেসরকারি সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ‘মহিউদ্দিন নুর রাসিদা সেন্টার’ নামে একটি ‘ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র’ পরিচালিত হয়ে আসছে। তিন বছর মেয়াদি এই প্রকল্পের এদিন ১৯তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ (এম,বি,বি,এস) বিষয় ভিত্তিক ডাক্তার ও গাইনি ডাক্তার দ্বারা ফ্রি প্রদান, চার শয্যা বিশিষ্ট আধুনিক স্থল ক্লিনিক, ওয়াটার এম্বুলেন্স, মা ও শিশু স্বাস্থসেবা, টেলিমেডিসিন, প্রাথমিক চিকিৎসা ও ধাত্রী প্রশিক্ষণসহ যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় রয়েছে রোগীর শারিরীক পরীক্ষার ব্যবস্থা। গাবুরায় ব্রতী দাতা সংস্থা নাবিকের সহায়তায় নারী ও শিশু পুনর্বাসনে দীর্ঘ ১০ বছর কর্মরত আছে। গাবুরার ইউপি চেয়ারম্যান জ্বি এম মাছুদুল আলম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাবুরার জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, ব্রতীর প্রধান নির্বাহী দেশের বিশিষ্ট নাগরিক ও প্রখ্যাত মানবাধিকার কর্মী শারমীন মুরশিদের প্রচেষ্টায় উপকূলে এ ধরণের ভাসমান চিকিৎসা সেবা এই প্রথম সফল হল। 8,644,698 total views, 1,050 views today |
|
|
|