Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি অফিসার রাজিবুল হাসান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা। মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দরগাহপুর কলেজিয়েট স্কুল, কোদন্ডা হাইস্কুল, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, কুন্দুড়িয়া পিএন হাইস্কুল এবং স্বাস্থ্য ও প.প. অফিস ও প্রাণী সম্পদ অফিস একটি করে মোট ১০ স্টলে প্রদর্শনীতে অংশ নেয়। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের পরিচালনায় আলোচনা শেষে মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে শ্রেষ্ঠ প্রোজেক্ট কলেজ হিসেবে প্রথম স্থান গুনাকরকাটি কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিশ্বাস, দ্বিতীয় আশাশুনি সরকারি কলেজের ছাত্রী আনিকা তাবাসসুম তোয়া এবং তৃতীয় মহিলা কলেজের ছাত্রী অঙ্কিতা সরদার। শ্রেষ্ঠ প্রোজেক্ট স্কুল হিসেবে প্রথম স্থান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র গালিব ইকবাল, দ্বিতীয় স্থান কুন্দুড়িয়া হাইস্কুলের ছাত্র মুশফিকুর জামিল ও তৃতীয় স্থান অধিকার করে বদরতলা জেসি হাইস্কুলের ছাত্র অমিত মল্লিক, স্টল সজ্জায় প্রথম স্থান অধিকার করে কোদন্ডা হাইস্কুল, দ্বিতীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে আশাশুনি বালিকা বিদ্যালয়। সব শেষে বিজয়ীদের পুরস্কৃত ও উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version