Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শনে অতি. জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন জনাব অতি. জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে তিনি উপজেলার বুধহাটা ও আশাশুনি সদর ইউনিয়নে নির্মানাধীন বিভিন্ন ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের জন্য তার কন্যা দেশ ও জাতিকে আরও উন্নয়নের দিকে অগ্রসর করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার সরকারের আমলে দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, নিরাশ্রয় হয়ে খোলা আকাশের নীচে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মরবে না। সে লক্ষেই ভূমিহীন এবং গৃহহীনদের জমি ও ঘর করে দেওয়া হচ্ছে। উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে প্রত্যেকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, কোন বাল্য বিবাহ দেওয়া চলবে না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রীর ডিজিটাল বাংলার সুযোগ সুবিধা পাওয়া সম্ভব। এখন করোনা মহামারি চলছে তাই এর ২য় ঢেউ সামলাতে সবাই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার না করলে আইনানুগ শাস্তি প্রয়োগ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সহ: কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version