Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দু’দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এ বছর মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৮টি এবং স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর একটি করে মোট ১০ স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version