Site icon suprovatsatkhira.com

হাজিপুর ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ‘মাদক মুক্ত করব মোরা সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুরে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ই ডিসেম্বর) রাতে হাজিপুর টাইগার ক্লাবের আয়োজনে ৭ম বারের মত হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। হাজিপুর ৩নং ওর্য়াড ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন পাপড়ি এগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী মাসুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম, সদর থানার এএসআই ও ঝাউডাঙ্গা ইউনিয়ন বিট অফিসার সাইফুল ইসলাম, ঝিকরগাছা থানার এসআই নজরুল ইসলাম, পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতির ঝাউডাঙ্গা শাখার ম্যানেজার পিকুল হোসেন, পুপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লি. সাতক্ষীরা জেলা শাখার সহকারী ম্যানেজার রেজাউল করিম, আধুনিক দে জুয়েলার্সের পরিচালক সঞ্জয় সরকার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু ঘোষ, দেবাশীষ রানা, বিজন ঘোষ, হাসানুজ্জামান শিপন, দিদারুল ইসলাম প্রমুখ। খেলায় পাপড়ি ট্রান্সপোর্ট বেনাপোল চ্যাম্পিয়ন ও সাতক্ষীরা সুন্দরবন ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন দলকে ট্রাফিসহ আট হাজার টাকার চেক ও রানার্স আপ দলকে ট্রাফিসহ চার হাজার টাকার চেক পুরস্কার হিসাবে তুলে দেন। তাদের নৈপুণ্যময় খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত দর্শক। উক্ত খেলাটির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন সোয়েব আক্তার ও প্রান্ত। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওর্য়াড আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version