Site icon suprovatsatkhira.com

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া শিক্ষক জাহিদ হাসানের

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের বাঁকাল মার্কাজ মসজিদের মোড়ে সড়ক দুর্ঘটনায় সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা জানান, রবিবার দুপুরে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শিক্ষক জাহিদ হাসান শহরতলীর বাঁকাল এলাকার মোকাররম আলীর ছেলে এবং নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক জাহিদ হাসান রবিবার দুপুরে তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাঁকাল এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁকাল মার্কাস মসজিদ সংলগ্ন এলাকার মোড় থেকে মেইন রোডে ওঠার পর একপাশে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় দ্রæতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কের পাশে সাইনবোর্ড স্থাপনের জন্য কংক্রিটের থাম্বার উপর পড়ে যান। থাম্বায় থাকা রড বিদ্ধ হয় শিক্ষক জাহিদের ঘাড়ে। একই সাথে তার বুকের পাঁজরও ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাথে সাথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকেল ৫টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান। শিক্ষক জাহিদ হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version