প্রেস বিজ্ঞপ্তি : ২৬শে ডিসেম্বর-২০২০ স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও বন্ধন টেলিমিডিয়ার জেলা সেক্রেটারি, মানবাধিকার কর্মী ও সহকারী টিভি নাট্য পরিচালক মো. আসিফুল আলম (আসিফ) এর শুভ জন্মদিন পালন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় মুন্সিপাড়াস্থ বিসিএস কনফিডেন্সের সেমিনার কক্ষে সাতক্ষীরা জেলা স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে পালিত হয় তার জন্মদিন। বাবু অতুল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কেটে জন্মদিন উদ্বোধন করেন দুদকের জেলা সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পী সংসদের সভাপতি কৃষি কর্মকর্তা মো. জিয়াউল হক ও টিভি নাট্য পরিচালক মো. মুছা করিম। আলোচনা করেন বেল্লাল হোসেন, তাইজুল ইসলাম, আতাউর রহমান, আসাফুর, মো. শাহিনুজ্জামান, মো. সাইদ হোসেন, এমদাদুল হক, অনুজিৎ মন্ডল, পপি প্রমুখ। বক্তারা আসিফের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।