গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে কাঁকড়া ধরা দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। সোমবার (২৮ ডিসেম্বর) আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। রোববার বিকালে গহীন সুন্দরবনের ক/৫১ এ দোবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, শ্যামনগর গাবুরা ইউনিয়নের মধ্যম খলসি বুনিয়া আব্দুর রশিদ সানার ছেলে ইলিয়াস হোসেন (৪০), ডুমুরিয়া গ্রামের রুস্তম আলী মোড়লের ছেলে আজিজুল (২৬), ৯নং সোরা গ্রামের আবু বক্কার কয়ালের ছেলে বিল্লাল হোসেন (৪০) ও একই গ্রামের সাবুদ আলীর ছেলে মহিউদ্দিন (২৩)। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরার অভিযোগে দোবেকী টহল ফাঁড়ির সদস্যরা ৪ জেলেকে আটক করেছে। কাঁকড়া ধরার অপরাধে ধৃত করে সাতক্ষীরা বিজ্ঞ বন আদালতে সোপর্দ করা হয়েছে।
সুন্দরবনের অভয়ারণ্যে জেলে আটক, নৌকা জব্দ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/