ডিসেম্বর ৮, ২০২০
শ্যামনগরে ইউনিয়ন স্যানিটেশন টাস্কফোর্স মিটিং
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন টাস্কফোর্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়লিনী ইউনিয়নে এ স্যানিটেশন টাস্কফোর্স মিটিং অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়নের মিটিংয়ে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবু সালে বাবু ও বুড়িগোয়লিনী ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল। পৃথক পৃথক সভায় দুই ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ সহ ইউনিয়ন স্যানিটেশন টাস্কফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এসডিজি, ওয়াশ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সিবিও রেজিস্ট্রেশন, ডিস্যালাইনেশন প্লান্ট, ইমপ্রæভ ল্যাট্রিন, হাইজিন সেন্টার, স্যানিটেশন সেন্টার, ইউনিয়নের সার্বিক স্যানিটেশন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সুশীলন রিকল ২০২১ প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর দিবাকর ঘোষ, মীর হাছিবউল্যাহ এবং শহীদুল ইসলাম। আলোচনা শেষে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নকল্পে ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সভাপতি মিটিং শেষ করেন। 8,883,064 total views, 2,465 views today |
|
|
|