শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার প্রবীণ আলেম আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার (অবসরপ্রাপ্ত) মাও. আব্দুল মাজেদ সরদার (৭৫) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত্র সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৪টায় জানাজা নামাজ শেষে হাওয়াল ভাঙ্গী গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান এস,এম,আতাউল হক দোলন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাও. আব্দুল বারী, উপজেলা বিএনপি সভাপতি মাস্টার (অবসরপ্রাপ্ত) আব্দুল ওয়াহেদ, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি অধ্যক্ষ মাও. ওজায়েরুল ইসলাম, অধ্যক্ষ মাও. অহিদুজ্জামান, মাও. আব্দুল মাজিদ, উপাধাক্ষ্য মাও. ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম মাও. আব্দুল মাজেদ এলাকায় বড় হুজুর নামে পরিচিত ছিলেন। তার অসংখ্য ছাত্রছাত্রী দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরি ও ব্যবসা করছেন।
শ্যামনগরের মাওলানা আব্দুল মাজেদের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/