ডিসেম্বর ২, ২০২০
শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার
![]() আলী মুক্তাদা হৃদয় : শীতের আগমনী বার্তার সাথে সাথে বাজারে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি। জেলার ছোট বড় হাট বাজারে শীতের সবজি ওঠায় দামও নাগালের মধ্যে। জেলা শহরসহ গ্রামের তোহা বাজারের অলিগলিতে বাহারী সব নতুন সবজির প্রতি টান বেড়েছে সবজি প্রেমিদের। অন্যদিকে সবজির বাজার দর নরম হওয়ায় দরাদাম ছাড়াই সবজির বেচা বিক্রিও বেড়েছে কয়েকগুন। সাধারণ খেটে খাওয়া মানুষও ফেলছে স্বস্থির নিশ^াস। 9,105,624 total views, 9,763 views today |
|
|
|