Site icon suprovatsatkhira.com

শহরের কুখরালীতে শিশু নির্যাতনের অভিযোগ

প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট : শহরের কুখরালী এলাকায় কবুতরের গায়ে ঢিল মারার অপরাধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে মৃত তাছের আলীর ছেলে মো. আহাদ আলী (২৬) এর বিরুদ্ধে। নিযার্তিত ওই শিশু পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কুখরালীর টাবরাডাঙ্গী এলাকার জি.এম মোশাররফ হোসেনের ছেলে ও টিকে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মো. তাওসিফ মাহমুদ (১০)। এ ঘটনায় শিশুর ভাই আলী মুক্তাদা হৃদয় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শিশু তাওসিফ মাহমুদ কয়েকদিন আগে খেলার ছলে আহাদ আলীর একটি কবুতরের গায়ে ঢিল ছুড়ে মারে। তারই জের ধরে শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে শিশু তাওসিফকে আহাদ আলীর বাড়ির সামনে পেয়ে বেধড়ক মারপিট করে। গলা টিপে হত্যার চেষ্টা করে। শিশুর উপর নির্যাতন দেখে স্থানীয়রা আহাদ আলীর কাছ থেকে তাকে উদ্ধার করে ডাক্তারী চিকিৎসা করায়। এ ঘটানার পর শনিবার সন্ধ্যায় শিশুটির ভাই সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version