Site icon suprovatsatkhira.com

মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাতার পরলোকগমন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যর মাতা ও চৌমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক সনৎ কুমার বৈদ্যর স্ত্রী লক্ষী রাণী বৈদ্য (৬৩) পরলোকগমন করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) বাঁশতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে প্রধান শিক্ষকের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোনায়েম, সহ-সভাপতি ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজোয়ান হারুনসহ সমিতির নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version