Site icon suprovatsatkhira.com

মধুমাল্লারডাঙ্গীতে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে নতুন ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ০৯টায় ওই ওয়ার্ডের কাউন্সিলার শেখ শফিক-দৌলা-সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুছ আলী, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, প্রোগ্রাম অফিসার মো. রাশিদুল হাসান, শরিফুল আজাদ, সিডিও সহ-সভাপতি আরিফুর রহমান, ক্যাসিয়ার রোজিনা খাতুন, সদস্য হীরা, সাইদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাঙ্গীতে এলিনার বাড়ি হতে সেলিম এর বাড়ি পর্যন্ত ৫৭৫ ফুট নতুন ড্রেন সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ৬লক্ষ ৫১ হাজার ২শ’৫০ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ সময় পৌর কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version