ডিসেম্বর ৫, ২০২০
ভূমিহীনরা কোন অন্যায় কাজ করবেন না-এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রয়াত নেতা সাইফুল্লাহ লস্করের ১১তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ভূমিহীনরা ভাল কাজ করলে আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে। মুজিব বর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করছেন। তিনি আরো বলেন, ব্যক্তি স্বার্থে বা কারও উস্কানিতে ভূমিহীনরা কোন অন্যায় কাজ করবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবে কোন ভাল মানুষকে হেয় করা বা সম্মানহানি করা যাবে না’। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সহ-সভাপতি শেখ শওকত আলী, মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, মো. রহমত আলী, সাংগঠনিক সম্পাদক মমিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক বাবলুর রহমান, অর্থ সম্পাদক মো. আব্দুল আলিম, ভূমি বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, পৌর ভূমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শেখ শওকত আলীকে সভাপতি ও মীর আশিক ইকবাল বাপ্পিকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয় এবং মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকত আলী। 9,015,818 total views, 347 views today |
|
|
|