Site icon suprovatsatkhira.com

বর্ণাঢ্য আয়োজনে বড়দিন পালিত

ডেস্ক রিপোর্ট : সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের তথ্য মতে, মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রায় দুই হাজার বছর পূর্বে পৃথিবীতে আগমন করেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বড়দিন উপলক্ষে সাতক্ষীরা শহরের বাটকেখালীস্থ খ্রিস্টান ক্যাথলিক চার্চে রঙিন বাতি, বেলুন, ফুলসহ বাহারী সাজে সজ্জিত করে। শুধু তাই নয় গির্জার ভিতরে এবং আশে পাশের এলাকায় ও রঙিন সাজে সজ্জিত করা হয়। নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে যিশুকে স্মরণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নিজেদের পাপ থেকে মুক্তি ও জগতের কল্যাণের জন্য দিনভর উপাসনায় ব্যস্ত ছিল খ্রিস্টান সম্প্রদায়ের পরিবারের সদস্যরা।
২৫ ডিসেম্বর শুক্রবার যিশুর জন্মোৎসব উপলক্ষে বিকাল ৪টায় সাতক্ষীরায় ক্যাথলিক চার্চ মিলনায়তন সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রিস্টীয় সমাজ, বড়দিন ও নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে সুধী সমাবেশ ও বড়দিন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বড়দিন উৎসব ২০২০ উদযাপন কমিটির সভাপতি ডা: লুকাস পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক আনিসুর রহিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ, চার্চের সহকারী পালক পুরোহিত ফাদার নরেন জে,বৈদ্য, কাউন্সিলার অনীমা রাণী মন্ডল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ পালক পুরোহিত রেভা: ফাদার লরেন্স ভালোত্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সিস্টার ইনচার্জ তেরেজা গোমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সুধাংশু শেখর সরকার, সদর উপজেলা সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিবপদ গাইন, আনন্দ দাস, আকবর আলী, সহ-সভাপতি জন হালদার, সহ সভাপতি স্বপন ডেভিড সাহা, অর্থ সম্পাদক নির্মল সরদার, রাজিব কলিন্স বৈরাগী, বিকাশ মন্ডল, নয়ন বিশ্বাস, সুজন হালদার, জনি গাইন,সবিতা সরকার, বিজয় সরদার। এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সকল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রিস্টীয় সমাজ বড়দিন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পৌল সাহা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version