Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর হামলা ও ভাঙচুর অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। কালিগঞ্জ ও শ্যামনগরের মাটিতে স্বাধীনতা বিরোধী চক্র যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড যে কর্মসূচির আয়োজন করেছে তার প্রশংসা জানিয়ে তিনি বলেন, কালিগঞ্জ ও শ্যামনগরের মাটিতে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের কোন আস্তানা থাকবে না। দলীয় নেতা কর্মীসহ সাধারণ জনগণকে নিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজলসহ বীর মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস সরকারি নির্দেশনা মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version