Site icon suprovatsatkhira.com

পুষ্পকাটির ফারিয়া হত্যা মামলার আসামি কারাগারে

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার পুষ্পকাটির ফারিয়া হত্যার আলোচিত আসামি আলিম গাজী সদর উপজেলার আলিপুরের মোটরসাইকেল চালক ইমান আলী হত্যা মামলায় কারাগারে আছে। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামে এবং আফসার গাজী ওরফে ভন্টুর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর বুড়িরপুকুর কান্দা গ্রামের ইমান আলী বিগত ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতের খাবার খেয়ে তাহার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ভাড়া খাটার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। তারপর সে বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে যায়। সর্বশেষ ২৮ নভেম্বর ২০১৭ তারিখে একজন যাত্রী নিয়ে আলীপুরের দিকে যায়। ওইদিন ২৮ নভেম্বর সকালে আলিপুরের বুড়ির পুকুরের পাশে এক ডোবায় তার লাশ পাওয়া যায়। কিন্তু তাহার মোটর সাইকেলটি পাওয়া যায়নি। এ বিষয়ে তার ছেলে মো: অহিদুজ্জামান ২০১৭ সালের ২৮ নভেম্বর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাতক্ষীরা সদর থানা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬৩, ধারা- ৩০২/২০১/৩৪/৩৭৯ পিসি। সিআইডি মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব পেয়ে হত্যার রহস্য উদ্ঘাটন সহ মটর সাইকেল উদ্ধারের লক্ষ্যে তদন্তকালে সন্দেহকৃত আসামি আলিমকে গত ১০ নভেম্বর ২০২০ তারিখ রাতে কুলিয়া থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এই আলিম অত্র ঘটনার সাথে জড়িত আছে বলে ধারণা করছে সিআইডি। ইতিমধ্যে তাদের কাছে অনেক তথ্য প্রদান করেছেন। এই ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটিত ও আসামি আলিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে ৫দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানা যায়। এই আলিম একজন নাশকতার আসামি এবং পুষ্পকাটি গ্রামের ২০১৩ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কবর রচনাকারী মোকছেদের ধারালো অস্ত্র। এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যেমন, দেবহাটা থানার মামলা নং, ০৮(০১)২০১৫, ধারা- ৩/৩(এ)/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে তৎসহ ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), দেবহাটা থানার মামলা নং- ৪(১১)২০১৮, ধারা- ৩/৫/৬, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কিছুদিন আগে পুষ্পকাটি গ্রামের ফারিয়া হত্যা মামলায় গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার হয়। সে ছিল ঐ মামলার স্বাক্ষী তারপর আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে তার আসল চেহারা। তবে এই আলিমকে সঠিক ভাবে জিজ্ঞাসা করলে হইতো বেরিয়ে আসতে পারে ইমান আলী হত্যার মূল রহস্য এমনটা মনে করেন অনেকেই। এবিষয়ে সাতক্ষীরা সিআইডি পুলিশ পরিদর্শক মো: আখতারুজ্জামানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আসামি আলিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version