Site icon suprovatsatkhira.com

নিউজ নেটওয়ার্কের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচ (তিন দিন ব্যাপী) শেষ হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট উন্নয়নকর্র্মী সুশিলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান। প্রথম ব্যাচের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মানবাধিকার-কর্মী বেনজির আহমেদ। প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাংবাদিক সেলিম রেজা মুকুল, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুথি, সাংবাদিক রুহুল কুদ্দুস, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা পৌর কমিশনার ফারহা দীবা খান সাথি, জাহিদা জাহান মৌ, শিম্পা খাতুন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান। ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে (১২ দিনে, সর্বমোট ১১৬জন ) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়ন-কর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকার-কর্মী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version