Site icon suprovatsatkhira.com

নিউজ নেটওয়ার্কের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচ (তিন দিন ব্যাপী) শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডা: মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ও মানবাধিকার-কর্মী বেনজির আহমেদ। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার, নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী ফরাজি আহমেদ সাঈদ বুলবুল। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাংবাদিক আমিনুর রশিদ, সাংবাদিক ফারুক মাহাবুবুর রহমান, শিক্ষক নেলি আফরিন, মাস্টার এস এম শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান। তৃতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষার উপর জারিগান পরিবেশন করেন মাস্টার এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মধু , সৈয়দ রফিকুল ইসলাম, রুমা রানী ও তাসনিয়া তাবাচ্ছুম অর্ণা। ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে (১২দিনে, সর্বমোট ১১৬জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়ন-কর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকার-কর্মী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version