Site icon suprovatsatkhira.com

নলতায় ৩৭টি গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডা. আ ফ ম রুহুল হক

আবু রায়হান, নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ডা. আ,ফ,ম রুহুল হক। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ ¯েøাগানকে সামনে রেখে মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে তিনি গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের জমি নাই গৃহ নাই এমন পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে তাদেরকে পুনর্বাসন করে দিচ্ছেন। কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে প্রথম পর্যায়ে ৩৭ টি পরিবারকে গৃহ তৈরি করে জমি দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারি ভাবে একটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। কাজটি সুন্দরভাবে দেখাশোনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে’। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউনুছ চিশতির ব্যবস্থাপনায় উদ্বোধনি অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল হাসান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাইম, ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি ওহাব আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version