Site icon suprovatsatkhira.com

নলতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে মিশন আ¯ত্মানা ভবনে গাইনি, শিশু ও মেডিসিন বিষয়ে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে আগত যে সম¯ত্ম চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন- মেডিসিন বিষয়ে ডা: কল্যাণাশীষ সরদার, ডা: মানস কুমার মন্ডল, ডা: মনিরুল ইসলাম, ডা: তানভীর আহমেদ, ডা: মনিরুজ্জামান, ডা: আবুল হোসেন ও ডা: আবুল ফজল মাহমুদ বাপী। গাহনি বিষয়ে ডা: আনোয়ারা নাজনীন, ডা: রহিমা খাতুন, ডা: শিউলী বেগম, ডা: অনন্যা, ডা: মাহবুবা খাতুন, ডা: আফরোজা শিমু, ডা: তানিয়া সুলতানা, ডা: শারমিন ফিরোজ এবং শিশু বিষয়ে ডা: মারুফ হাসান ও ডা: কুদরত-ই-খোদা। আগত রোগীদের চিকিৎসা সেবা পরবর্তী মিশনের পক্ষ থেকে কিছু ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাবৃন্দ ও অসংখ্য নারী-পুরুষ স্বেচ্ছাসেবকবৃন্দের সহযোগিতায় ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পগুলোতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা: আকছেদুর রহমান। মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে আ¯ত্মানা ভবন প্রাঙ্গণে অন্যান্য সময়ের ন্যায় দোয়ার অনুষ্ঠান হয়েছে। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাও. মো: আবু সাঈদ রংপুরী। উল্লেখ্য, ১৯ ডিসেম্বরের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন পর্যায়ের প্রায় ২ হাজার নারী, পুরুষ ও শিশু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version