ডিসেম্বর ২৩, ২০২০
নওয়াবেঁকীতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
![]() সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : নওয়াবেঁকীতে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নওয়াবেঁকী বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন করেন এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ নূর হোসেন। আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধুরঞ্জন মন্ডল, শ্যামনগর এসএমই ইউনিট ইনচার্জ মো. নুরুজ্জামান। এছাড়া ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বাজারের স্বনামধন্য ব্যবসায়ী এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি গাজী কামরুল ইসলাম তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ব্যাংকের ভূমিকা সহ ব্যাংকিং সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এখন থেকে নওয়াবেঁকী এজেন্ট ব্যাংকিং আউটলেট এর মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লোন সহ পরিপূর্ণ ব্যাংকিং সেবা প্রদান করা হবে। 2,587,684 total views, 774 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|