Site icon suprovatsatkhira.com

দেবহাটায় পাঁচ জয়িতাকে সম্মাননা

দেবহাটা প্রতিনিধি : জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২০ শীর্ষক কর্মসূচীতে উপজেলা পর্যায়ে বাছাইকৃত ৫ ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় এসকল জয়িতা নারীদেরকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। নির্ধারিত পাঁচটি ক্যাটাগরির মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দক্ষিণ সখিপুরের আব্দুর রাজ্জাক গাজীর কন্যা ও উপজেলা মহিলা আনসার কোম্পানি কমান্ডার সাজু পারভীন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে দেবহাটা সদরের সামছুজ্জামান খানের স্ত্রী রোজী সুলতানা, সফল জননী নারী হিসেবে টাউনশ্রীপুরের আবদুল হকের স্ত্রী ফরিদা হক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসেবে দেবহাটা সদরের কামরুল ইসলামের কন্যা নাছিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদারের স্ত্রী কারিমুন নেছাকে এবারের জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদানকালে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সফল জননী নারী ফরিদা হকের স্বামী আবদুল হকসহ সম্মাননা পাওয়া জয়িতা নারীগণ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version