Site icon suprovatsatkhira.com

দেবহাটায় গাঁজাসহ আটক এক

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাজাসহ কামাল হোসেন গাজী (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। সে দেবহাটা উপজেলার টিকেট (রঘুনাথপুর) গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে। এ ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসানের নেতৃত্বে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও রাসেল কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে কামাল হোসেনের টিকেটস্থ বসত বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের মধ্যে থেকে ১টি কালো পলিথিনে মুড়ানো ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ সময় কামাল হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৬। আমাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) বদরুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কামালকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত কামাল হোসেনকে আনুমানিক ৪ মাস পূর্বে ২ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করেছিল। আর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version