নিজস্ব প্রতিনিধি : জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুবলীগ। শনিবার (০৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মো. জহিরুল হক নান্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজ। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান লিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের আহŸায়ক মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, জেলা যুবলীগের সদস্য সাইফুজ্জামান প্রিন্স, কামরুল ইসলাম, শেখ মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ। সমাবেশে শেষে শাহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা জেলা যুবলীগের সদস্য করেন স.ম আব্দুস সাত্তার।
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/