Site icon suprovatsatkhira.com

ছাত্র মৈত্রীর ১২তম কাউন্সিল: সভাপতি সাকিব ও সম্পাদক শাম্মু

ডেস্ক রিপোর্ট : “শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িকতা-বৈষম্য রুখো, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করো, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ো” এ লক্ষ্য নিয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী সাতক্ষীরা জেলা শাখার ১২তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কমিটির সহ-সভাপতি হেলাল উদ্দীন। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সহ-সভাপতি অতুলন দাস আলো। প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্যাহ মোড়ল। বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, স্বপন কুমার শীল, ময়নুল হাসান, সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, শিবপদ গাইন, যুব নেতা দেলোয়ার হোসেন, বিশ্বনাথ কয়াল প্রমুখ। কাউন্সিলে সাকিব মোড়লকে সভাপতি, অর্পন শাম্মুকে সাধারণ সম্পাদক ও হেলাল উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা ছাত্র মৈত্রীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি। পরে শহীদ রীমু স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version