স্টাফ রিপোর্টার : গলার মাফলার ভ্যানের চাকায় জড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাশ্মশান মন্দির কমিটির উপদেষ্টা মনোরঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, ‘মনোরঞ্জন ঘোষ রাতে বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে তার গলায় থাকা মাফলার ভ্যানের চাকায় জড়িয়ে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।