Site icon suprovatsatkhira.com

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবির প্রতি অ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপির একাত্মতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট : খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে এমপির কার্যালয়ে প্রগতির প্রধান নির্বাহী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী জিরো পেইন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক পবিত্র মোহন দাশ, সংবাদ-কর্মী আমিরুল ইসলামসহ নেতৃবৃন্দ খানি’র খাদ্য অধিকার আইন প্রণয়ন করো শীর্ষক ধারণা পত্র এমপির নিকট হস্তান্তর কালে তিনি এ সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, খাদ্যের অধিকার শুধু রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার নয় বরং মানবাধিকারের অংশ। মানুষের মৌলিক অধিকার হিসেবে খাদ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি অর্জনের লক্ষে মহান জাতীয় সংসদে প্রয়োজনীয় দাবি উপস্থাপন করা হবে। তিনি আরো বলেন, মানুষের মৌলিক অধিকার খাদ্য অধিকার। যা সংবিধানে মৌলিক চাহিদা হিসেবে রয়েছে। চাহিদা থাকার কারণে মানুষ খাদ্যের অধিকারের দাবিটি আইনগতভাবে উপস্থাপন করতে পারে না। সাংবিধানিকভাবে খাদ্যের অধিকার অর্জন এবং জনগণের পুষ্টি মান উন্নয়নে বাংলাদেশ প্রতিশ্রæতিবদ্ধ। তাছাড়া বাংলাদেশ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদস্য এবং ভিয়েনা ঘোষণা ১৯৯৩,ইকোসোক-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে সমর্থন প্রদান করেছে। এখনো বাংলাদেশের সংবিধান ১৫(ক) অনুচ্ছেদে খাদ্যকে জীবন ধারণের মৌলিক প্রয়োজন হিসেবে চিহ্নিত করা হয়েছে মাত্র। যার কারণে ক্ষুধা ও দারিদ্র্যপীড়িত মানুষের কোন জায়গায় আবেদন নিবেদন করার দাবি করার মতো সুযোগ নেই। প্রসঙ্গত উল্লেখ্য খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও উন্নয়ন সংগঠন প্রগতি আয়োজিত গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে খাদ্য অধিকার আইন প্রণয়নের লক্ষে আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কর্মসূচিতে সংযুক্ত হওয়ার কারণে উপস্থিতি না থাকার পরিপ্রেক্ষিতে দাবিনামা প্রণয়ন প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version