Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শীতার্তদের পাশে ‘‘মানবতার দেয়াল’’

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে অসহায় শীতার্ত বস্ত্রহীন ও বস্ত্র ক্রয়ে অক্ষম মানুষকে বস্ত্র নিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে ‘‘মানবতার দেয়াল’’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। কালিগঞ্জ থানা ও উপজেলা রোডে অবস্থিত মতি হাজীর মার্কেটের পাশে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সম্মিলিত উদ্যোগে এ সংগঠনটির শুভসূচনা। এই সংগঠনে যে কেউ তার অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়াতে পারেন যেটা শুধুমাত্র বস্ত্রহীন মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তাগণ হলেন মো: আব্দুর রহমান (রাজ টি স্টোর), মো: মনিরুজ্জামান রুমি (আহ্ছানিয়া প্রিন্টিং প্রেস), মো: নাজমুল হোসেন (বনলতা হারবাল সেন্টার), মো: আমজাদ হোসাইন (অজিফা ডেন্টাল), মো: আলমগীর হোসেন (মিডিয়া কম্পিউটার), মো: নূর আহম্মাদ (কাঠ ব্যবসায়ী), এস.এম মেহেদী হাসান বিপ্লব (বালু ব্যবসায়ী), মো: মোতালেব হোসেন (কাঠ ব্যবসায়ী)। প্রেস উইং এর দায়িত্বে রয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ ও সাংবাদিক রেদওয়ান ফেরদৌস রনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version