Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রজ্বালন করা হয়। প্রথমেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সেখানে শহীদদের স্মরণে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা কমিশনার (ভূমি) নাজিবুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভ-সভাপতি রেজাউল করিম, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ, তাঁতী লীগের সভাপতি আবু বক্কার, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওসমান খান। এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালে বাঙালি জাতিকে মেধা-মনন শূন্য করে তোলার নীল নকশা করে পাকিস্তানি ঘাতক বাহিনী। তারা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরদের তালিকা তৈরি করে শাস্তির দাবি করেন বক্তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version