নিজস্ব প্রতিনিধি: বেতন গ্রেড উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে কর্মচারির সংখ্যা বৃদ্ধি, চাকুরিবিধি ২০১২ দ্রæত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নিং বডিতে কর্মচারীদের একজন করে সদস্য রাখার ব্যবস্থা, সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ন্যায় সকল সুযোগ সুবিধা প্রদানসহ ৫ দফা দাবিতে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ। তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিরোধ কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সহ দপ্তর সম্পাদক অরুন কুমার চক্রবর্তী প্রমুখ। সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় কর্মসূচিতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। পরে কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
কালিগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির :কর্মচারী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/