Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে কৃষি ব্যাংকের ঘটনায় চুরি মামলা

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের কৃষি ব্যাংকের অফিস কক্ষের বাথরুমে লুকিয়ে থাকা মাদকাসক্ত ইমরান হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে চুরি মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলা কৃষি ব্যাংকে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাংক চলাকালীন যে কোন সময় গোপনে অসৎ উদ্দেশ্যে ইমরান হোসেন ব্যাংকে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে রাত সাড়ে ৯ টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী মনিরুজ্জামান আসামি ইমরানকে ব্যাংকের মধ্যে দেখে এবং চুরির করার চেষ্টাকালে তাকে আটকের প্রাক্কালে দুই জনের মধ্যেকার ধস্তাধস্তিতে আসামি ইমরান ও নিরাপত্তা প্রহরী মনিরুজ্জামান আহত হয়। এ সময় নিরাপত্তা প্রহরীর ডাক চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রহরীকে উদ্ধার করে। এরপর থানায় সংবাদ দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আসামি ইমরান হোসেন এ প্রতিনিধিকে জানান, পারিবারিক কলহের কারণে আমি কাশির ঔষধের সাথে ৪ টি ঘুমের ঔষধ সেবন করে ব্যাংকে আসি। তারপর ব্যাংকের চৌকিতে বসার এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার পর দেখি ব্যাংকে তালা বন্ধ, বের হতে না পেরে সেখানে অপেক্ষা করতে থাকি। হঠাৎ ওই ব্যাংকের নিরাপত্তা প্রহরী উপস্থিত হয়ে আমার কোন কথা না শুনে বেধড়ক মারপিট করার এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাওয়ার পর দেখি আমি হাসপাতালে। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ, আতিকুর রহমান, বুলবুল আহমেদসহ স্থানীয়রা জানান, ব্যাংকের বাহিরে ছিল না কোন নিরাপত্তা বাতি, নেই কোন সিসি ক্যামেরা। নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হয় নাম মাত্র ব্যাংক থাকলেও নেই কোন দায়-দায়িত্ব। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version