Site icon suprovatsatkhira.com

করোনা সচেতনতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার (০২ ডিসেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এদিন জেলায় মোট মোট ৫ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১৬ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় গত ০১ মার্চ হতে ০২ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত মোট ১ হাজার ৪শ’ ১৮টি মোবাইল কোর্ট অভিযানে ৩ হাজার ৬শ’ ১৪টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪ লক্ষ ৫১ হাজার ১শ’ ৭৯টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা জানান, ‘সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা এবং সার্বিক তত্ত¡াবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version